দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: রেড ক্রিসেন্ট চেয়ারম্যান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় রেড ক্রিসেন্টের অনেকের বিরুদ্ধে ক্ষমতার অবব্যহার ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজধানীর মগবাজারে সংস্থাটির জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
২৯ থেকে ৩১ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটিজ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ৩৪তম আন্তর্জাতিক সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, উপ-মহাসচিব সুলতান আহমেদ ও আইএফআরসি’র হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা প্রমুখ।
আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সুলতান আহমদের বিরুদ্ধে। তাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রফিকুল। এসময় উপস্থিত এক সাংবাদিক তার বিষয়ে প্রশ্ন করলে তিনি তা পুরোপুরি এড়িয়ে যান। বলেন, বিগত সরকারের সময়ে এই প্রতিষ্ঠানের অনেকে বৈষম্যের শিকার হয়েছেন। অনেকে বঞ্চিত হয়েছেন। কারণ ছাড়াই অনেকে চাকরিচ্যুত হয়েছেন। ইতিমধ্যেই এসব বিষয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়গুলো নিয়ে কাজ চলমান রয়েছে।