Logo
Logo
×

জাতীয়

সমন্বয়ক হাসিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোকজ নোটিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম

সমন্বয়ক হাসিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোকজ নোটিশ

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা নিয়ে সম্প্রতি টক শোতে সমন্বয়ক হাসিব আল ইসলামের এক বক্তব্যকে ‘আপত্তিকর’ বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাসিবকে ওই বক্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

রোববার হাসিব আল ইসলামকে কারণ দর্শানোর এক নোটিশে এ নির্দেশ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব বলেন, যদি মেট্রোরেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদের না মারা হতো, তাহলে এই বিপ্লব এত সহজে অর্জিত হতো না। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না।

হাসিবের ওই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ দেওয়া কারণ দর্শানোর নোটিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম