Logo
Logo
×

জাতীয়

বিডিআর হত্যা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:২১ এএম

বিডিআর হত্যা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি

পিলখানা ট্রাজেডিকে পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনা পুনরায় তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক নিহত শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ। 

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম সরাসরি পিলখানা হত্যাকাণ্ডে জড়িত। তারা একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে দেশের সেনাকর্মকর্তাদের হত্যা করেছেন। কলঙ্ক লেপন করেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর ললাটে। আমরা এই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষ বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ‘পিলখানা ট্রাজেডি, ভুক্তভোগী ও নিরাপরাধ বিডিআর, বর্তমান অন্তর্র্বর্তী সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ। 

ব্যারিস্টার রাকিন আহমেদ বলেন, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে বিডিআরকে ধ্বংস ও পথে বসানো এবং সেনাবাহিনীকে দুর্বল করার সুপরিকল্পিত প্রয়াস চালানো হয়। ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে আমাদের অভিভাবকহীন করে ফেলে। শত শত নিরাপরাধ বিডিআর জোয়ান মিথ্যা মামলায় কারাভোগ করছে। আজও পর্যন্ত তাদের মুক্তি মেলেনি। যারা কারাভোগ করছে, তাদের পরিবারগুলোও নিঃশেষ হয়ে গেছে।

 তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে অনতিবিলম্বে মুক্ত করে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এ কাজ করার মধ্যে দিয়ে আপনি (প্রধান উপদেষ্টা) ১৮ হাজার বিডিআর সদস্যের পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম