Logo
Logo
×

জাতীয়

আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি: খালিদ হোসাইন

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি: খালিদ হোসাইন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, আমরা ক্ষমতায় থাকতে আসিনি। আমাদের সময় বেশি নেই, আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনে দেশের জনগণ যাদের নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমরা মূলত যারা নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসবে তাদের পথ সুগম করতে এসেছি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাফসিরুল কুরআন মাহফিলে যথাক্রমে সভাপতিত্ব করেন আল্লামা মুফতি জসীম উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মীর কাসেম ও মাওলানা সোলায়মান।

মহাফিলে শুভেচ্ছা বক্তব্যে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া আরও বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন- মুহাম্মাদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় মাহফিলে তাফসির পেশ করেন আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি রাফি বিন মুনির, মুফতি সিরাজুল্লাহ মাদানী, মুফতি সোলাইমান এবং মাওলানা ইসমাইল খান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম