সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদকে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম
উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল হালিম এ রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রাত নয়টার পর থেকেই ১০ নম্বর সেক্টরের ২ নং রোডে অবস্থিত আব্দুস শহীদের বাড়ি ঘিরে রাখে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি বিশেষ ইউনিট। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
আব্দুস শহীদের নামে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতেও মারামারি, লুটপাটের দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা তিনি প্রধান আসামি।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।