প্রশাসক নিয়োগ দিয়ে বায়রার নির্বাচন দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:১৪ পিএম
সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) অধিকাংশ নেতা আত্মগোপনে চলে যাওয়ায় বায়রা কার্যত অচল হয়ে পড়েছে। সংগঠনের অচলাবস্থা নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসক নিয়োগ করে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের কয়েকজন সদস্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, যুগ্ম মহাসচিব-১ ফখরুল ইসলাম, কল্যাণ সচিব রেহানা পারভীন, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, হক জহিরুল, কামাল উদ্দিন দিলু প্রমুখ।
লিখিত বক্তৃতায় ফখরুল ইসলাম বলেন, বর্তমান বায়রার প্রেসিডেন্ট পলাতক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন, ভাইস প্রেসিডেন্ট-১ সহ ৯ জন পদত্যাগ করেছেন এবং বেশ কয়েকজন আওয়ামী ফ্যাসীবাদের সদস্যও পলাতক রয়েছেন। এ কারণে বায়রা অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থায় ভঙ্গুর কমিটি বালিত করে প্রশাসকের মাধ্যমে নির্বাচন দেওয়াটা অনিবার্য হয়ে পড়েছে।