বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০১:৫১ এএম
![বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/26/Untitled-671bf6cc0e112.jpg)
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী মাসে ভারতে এ বৈঠক হওয়ার কথা ছিল।
ভারতের বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনা পরিবর্তনের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠক স্থগিতের তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে বৈঠকটির জন্য দ্রুতই নতুন আরেকটি সময় ঠিক করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রতি বছর দুবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক হয়ে থাকে। এবারের বৈঠকটি আগামী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে হওয়ার কথা ছিল। বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক ছিল ৫৫তম।
ভারতের সংবাদমাধ্যম ইকনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে প্রতিবেশী দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকবিরোধী বিভাগ, কাস্টমস ও সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তারাও অংশ নেন।
সর্বশেষ চলতি বছরের মার্চে ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
সূত্র: পিটিআই