‘শর্টকাট রাস্তা ধরবেন না, নতুন প্রজন্ম এগুলো পছন্দ করে না’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পিএম
আইনজীবী শিশির মনির।
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, কোনো অসত্য-বিকৃত তথ্যের ওপর কেউ দাঁড়ানোর চেষ্টা করবেন না। আপনার যতটুকু আছে তা নিয়েই দাঁড়ান। গুঁজামিলের আশ্রয় নেবেন না।
মঙ্গলবার রাতে নিজস্ব ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এসব কথা বলেন এই আইনজীবী।
শিশির বলেন, রাখ-ঢাক করার কিছু নেই। প্রয়োজনে নিজেকে সংশোধন করে ফেলুন। শর্টকাট রাস্তা ধরবেন না। নতুন প্রজন্ম এগুলো পছন্দ করে না।
প্রসঙ্গত, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন আইনজীবী শিশির মনির।