Logo
Logo
×

জাতীয়

হাসিনা জয় কামালসহ ৪২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পিএম

হাসিনা জয় কামালসহ ৪২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

শেখ হাসিনা ও জয়

গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৪২ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হয়েছে। হুমায়ূন কবির নামে এক ব্যবসায়ী এই অভিযোগ করেছেন।

সোমবার (২১ অক্টোবর) প্রসিকিউশন কার্যালয়ে তিনি অভিযোগটি জমা দেন।

এছাড়া আসামির তালিকায় রয়েছেন— সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা।

পরে হুমায়ূন কবির জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর তাকে তুলে নিয়ে ১১ দিন ‘আয়না ঘরে’ বন্দি করে রাখা হয়। এসময় তাকে ইলেকট্রিক শক, হাত-পা, চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম