পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনায় ছাত্র সমন্বয়ক গঠনের দাবি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম
![পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনায় ছাত্র সমন্বয়ক গঠনের দাবি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/19/Pollibiddue-6713e1ba578d1.jpg)
দেশ সংস্কার না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) পরিচালনার জন্য ছাত্র সমন্বয়কসহ একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
শনিবার দেশের বিভিন্ন স্থানের কর্মকর্তা ও কর্মচারীরা এ দাবি জানান। তারা পবিস এবং সংস্থাটির পরিচালনা পর্ষদ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) একীভূতকরণের দাবিও জানিয়েছেন।
এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পবিসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এই দুটিসহ চার দফা দাবি তুলে ধরেন।
দাবি দুটি হলো- অবিলম্বে গ্রেফতার কর্মকর্তাদের মুক্তি দিয়ে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনা।
তাদের হিসাব অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মোট ২৪ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে ১৮ জনকে গ্রেফতার করেছে।
১৭ অক্টোবর কর্মকর্তাদের গ্রেফতার ও বরখাস্তের প্রতিবাদে সমিতি কয়েক ঘণ্টা বেশিরভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখে; যার ফলে হাজার হাজার গ্রাহক ভোগান্তির শিকার হন।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ঢাকা-১ পবিসের জুনিয়র প্রকৌশলী তানজিদুল ইসলাম। তিনি বলেন, আমরা বিদ্যুৎ বন্ধের জন্য দুঃখিত, যেটি আসলে পূর্বঘোষণা ছাড়াই কর্মকর্তাদের বরখাস্ত ও গ্রেফতারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল।
সংবাদ সম্মেলনে যোগ দেন চট্টগ্রাম পবিস-১ এর এজিএম আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী পবিস-১ এর ডিজিএম আব্দুল্লাহ আল হাদী, নরসিংদী-২ এর জুনিয়র প্রকৌশলী মুহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া।