Logo
Logo
×

জাতীয়

ঢাকা জজ কোর্টে সিরাত মাহফিল অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০০ পিএম

ঢাকা জজ কোর্টে সিরাত মাহফিল অনুষ্ঠিত

মহানবী (সা.) এর জীবনীর ওপর ঢাকা জজ কোর্টে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকালে ঢাকা আইনজীবী সমিতির ভবনে অ্যাডভোকেট জিল্লুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের ডিরেক্টর প্রফেসর মোখতার আহমাদ। 

তিনি বলেন, আল্লাহ সোবহানাওয়ালা নিজেই ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। রাসূল (সা.) মদীনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ন্যায়ের ওপর ভিত্তি করে। যার যতটুকু ন্যায় পাওয়ার কথা সে ততটুকু পাবে। সেজন্য মদিনার সবার ধর্মের অনুসারীরা কখনোই বলতে পারেনি, তিনি ন্যায় প্রতিষ্ঠা করেননি। মহানবী সা. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কিশোর বয়সে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছেন৷ রাসূল (সা.) এর মিশন ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। রাসূল (সা.) বলেছেন, তোমরা জুলুমকারীর পক্ষাবলম্বন কর না। যদি তোমরা তাদের সাপোর্ট কর, তাহলে তোমাদের জাহান্নামে যেতে হবে। 

তিনি আরও বলেন, রাসূল সা. বলেছেন, কেউ যদি তোমাদের ওপর জুলুম করে, আমি মজলুমের পক্ষে থাকব। মদিনা রাষ্ট্রে তিনি এ নীতি প্রতিষ্ঠা করতে পেরেছেন।  জুলুমের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছেন। জীবন দিয়ে তারা জুলুমের অবসান ঘটিয়েছেন। 

ঢাকা জজ কোর্টের সীরাত মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন মদীনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার। 

বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতের নায়েবে আমীর ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও ঢাকা জজ কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম কামাল হোসেন। এছাড়া ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবীরা বক্তব্য দেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম