Logo
Logo
×

জাতীয়

কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পিএম

কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে শিক্ষার্থী ওমর নুরুল আবসার হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শুভঙ্কর চন্দ্র দাশের আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

মামলার এজহার থেকে জানা যায়- গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উত্তরার জসিমউদদীন রোডের আরকে টাওয়ারের সামনে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিএটিটির শিক্ষার্থী ওমর নুরুল আবসার। এ ঘটনায় গত ৩১ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ওমরের মা রুবি আক্তার।

এর আগে গত ০১ অক্টোবর মো. জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। তার পূর্বে গত ১৪ আগস্ট সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম