Logo
Logo
×

জাতীয়

ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য পদ থেকে কাইয়ুম শিশির বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম

ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য পদ থেকে কাইয়ুম শিশির বরখাস্ত

কাইয়ুম শিশির

ঢাকা অফিসার্স ক্লাবের সদস্যপদ থেকে কাইয়ুম শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  অসদাচরণ, ক্লাবের পাওনা পরিশোধে ব্যর্থতা ও গঠনতন্ত্রের বিধি লংঘন করায় তাকে বরখাস্ত করা হয়েছে। 

রোববার ঢাকা অফিসার্স ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, ক্লাবের গঠনতন্ত্রের ১৯ (৪) (ক) অনুচ্ছেদ অনুযায়ী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে এডহক কমিটিকে হুমকি, সদস্যদের সঙ্গে অশালীন আচরণ এবং ক্লাবের সাধারণ সম্পাদকের নামে মিথ্যা কুৎসা রটনা করে ফেসবুকসহ ব্যক্তিগত ঠিকানায় পাঠানো এবং ক্লাবের পাওনা পরিশেষে ব্যর্থতার কারণে গত ১৩ সেপ্টেম্বর আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে আপনার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আপনি কারণ দর্শানোর জবাব দেন নাই। তদন্ত কমিটি আপনার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন পেশ করেছে। যা ক্লাবের গঠনতন্ত্রের ১২। (৪) (খ) এবং ১৯। (১) (ক) (খ) (গ) অনুচ্ছেদ অনুযায়ী শারিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্ণিত অবস্থায় এডহক কমিটির ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভায় ক্লাবের গঠনতন্ত্রের ১৯। (৪) (খ) অনুচ্ছেদ অনুযায়ী উল্লিখিত কার্যকলাপের কারণে আপনাকে ক্লাবের সদস্যপদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এমতাবস্থায় আপনাকে ক্লাবের সদস্যপদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন বি এম আব্দুস সাত্তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম