স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে ছয় দফা দাবি জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে ‘বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় সংসদ’ আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান। দাবি পূরণে আগামী সাতদিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সারা দেশে একযোগে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
পরিষদের আহ্বায়ক আসাদুল সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জীবন ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন। একই সময়ে রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, বরিশাল ও চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাদের দাবিগুলো হলো-স্বতন্ত্র ‘মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদপ্তর’ গঠন করা, স্বতন্ত্র মেডিকেল সাইন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পদে পদায়ন করতে হবে, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নসহ পঞ্চাশ হাজার নতুন পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দিতে হবে, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃষ্টি করে নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন এবং বিএসসি ও এমএসসি কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা ও স্কলারশিপ দেওয়াসহ শিক্ষা ব্যবস্থায় উন্নয়নমূলক পদক্ষেপ নিতে হবে।
এ সময় বক্তারা বলেন, আমাদের দাবিগুলো পূরণ করা হলে, মানুষ গুণগত ও মানসম্মত সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পাবে। স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পেশাগত মর্যাদা সুরক্ষিত হবে। মানববন্ধনে শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সদস্য সচিব সোহেল রানা, শিক্ষক পেশাজীবী আবু বকর সিদ্দিক প্রমুখ।