রাতভর গুজব ‘চালাইদেন’ সোর্স নিয়ে আসিফের ফেসবুক স্ট্যাটাস
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম
ছাত্র-জনতার আন্দোলনের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরনের গুজব এর সোর্স হিসেবে ভাইরাল হয় ‘চালাইদেন’ শব্দটি। এবার এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (০৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’
এর আগে গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। যেখানে ছড়ানো হয়, দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা। রাতভর গুজবের পর এ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই সেটিকে আরও রসালো করে আসিফ মাহমুদ এ পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
উপদেষ্টা আসিফ মাহমুদের সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এ.এম আহমেদ আজাদ নামে একজন লিখেছেন, গুজবের হাতিয়ার হিসেবে এসব বিষয় করা সঠিক, গুজবে আতঙ্ক সৃষ্টি করা যায়,কিন্তু পরবর্তীতে এঁরাই নিন্দিত হতে হয়।