সমন্বয়ক হান্নান মাসুদ
বিপ্লবের পরে কোনো সংবিধান থাকতে পারে না
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:৫৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, বারবার এই দেশে বিপ্লব হওয়ার পরও এই বিপ্লবকে কেউ ধারণ করতে পারে না। যারা বিপ্লবকে ধারণ করতে পারেন না তারা দেশ চালাতে পারেন না। তাই বিপ্লবের পর কোনো সংবিধান থাকতে পারে না। সেই সংবিধান অবৈধ হয়ে গেছে। এই সংবিধান বাতিল করে এমন এক নতুন সংবিধান তৈরি করতে হবে, যেন সংবিধানের মাধ্যমে আর কোনো স্বৈরশাসক তৈরি হতে না পারে।
মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী আয়োজনে নোয়াখালী সরকারি কলেজে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পরে কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন হান্নান মাসুদ।
তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি জায়গায় এখনো দালালরা ওঁতপেতে আছে, তারা জুলাইয়ের বিপ্লবকে এখনও ধারণ করতে পারেনি। তারা চাচ্ছে ফ্যাসিস্ট সরকারকে আবার পুনর্বাসন করতে, যাদের তাড়াতে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের পুনর্বাসন করতে দেওয়া যাবে না। যে স্লোগান দিয়ে জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, সেই স্লোগান কখনো ক্যাম্পাসে আসতে দেওয়া হবে না।
সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের নোয়াখালীর সমন্বয়করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।