এএসপি কাফিকে পাসপোর্ট দেওয়ার ঘটনায় কর্মকর্তা বরখাস্ত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৮ পিএম
জাহাঙ্গীর আলম
ছাত্র আন্দোলন চলাকালে সাভার থানায় এলাকায় লাশ পোড়ানোর ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে পাসপোর্ট পেতে সহায়তার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে দায়িত্ব অবহেলার প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ার পর রোববার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি পাসপোর্ট অধিদপ্তরের উপ সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।
৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি বিদেশে পালিয়ে যেতে জালিয়াতির আশ্রয় নেন। নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন তিনি। একপর্যায়ে সময়ে দ্রুততম সময়ে পাসপোর্ট হাতে পান।
পরে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে কাফি বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হন। একপর্যায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আব্দুল্লাহিল কাফি বর্তমানে জেল হাজতে রয়েছেন।
কাফিকে পাসপোর্ট দেওয়ার ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে পাসপোর্ট অধিদপ্তর। তার পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় সোমবার বিকাল চারটায় পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।