শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আজাদ ৭ দিনের রিমান্ডে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম
ঢাকায় যুবদল নেতা শামীম হত্যামামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তের জন্য আবুল কালাম আজাদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
গতকাল শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশের ডাক দেয়। এ কর্মসূচি বানচাল করতে পালটা সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। একপর্যায়ে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে আওয়ামী লীগ। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করা হয়।