Logo
Logo
×

জাতীয়

‘ছাত্র-জনতার ওপর র‍্যাব প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৬:২২ পিএম

‘ছাত্র-জনতার ওপর র‍্যাব প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি’

র‌্যাব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে র‌্যাব সদস্যরা কখনই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি বলে দাবি করেছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ছাত্র-জনতার ওপরে র‍্যাবের কোনো সদস্য লিথাল ওয়েপন (প্রাণঘাতী অস্ত্র), এটা হয়তো আপনারা বুঝবেন, লিথাল, নন-লিথাল, লেস লিথাল এরকম কিছু ভাগ আছে অস্ত্রের। কখনোই ব্যবহার করেনি। ’

তিনি আরও বলেন, ছাত্র-জনতার যে আন্দোলন ছিল, সেটার সঙ্গে আমরা ছিলাম, সেটার সঙ্গে আমরা আছি এবং এই যে অভ্যুত্থান, এটাকে সফল করার জন্য এখন আমাদের যা যা করণীয়, সবই করে যাচ্ছি।

৫ অগাস্ট পরবর্তী সময়ে র‍্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি বলেও জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

তিনি বলেন, আমাদের ১০ হাজার সদস্যের মধ্যে ৪৪ পারসেন্ট পুলিশ (বাহিনী থেকে আসে), কিন্তু আমাদের কোনো সদস্য পালিয়ে যায় নাই, এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরতিতে যায় নাই। আমরা প্রথম থেকে যেভাবে একসঙ্গে ছিলাম, শেষ পর্যন্ত একসঙ্গে ছিলাম। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম