মহানবীকে (সা.) কটূক্তি বিভিন্ন স্থানে বিক্ষোভ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৯ এএম
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
শুক্রবার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যুগান্তর প্রতিনিধিরা জানান, গাইবান্ধায় সমাবেশে বক্তব্য দেন মওলানা আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম, মোমিনুল ইসলাম। পিরোজপুরে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা ইয়াহিয়া ও মাওলানা জোবায়ের আহম্মেদ। আশুগঞ্জে মহিউদ্দিন মোল্লার নেতৃত্বে মিছিল হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এফরান সিদ্দিকি ঈশান। বক্তব্য দেন সদস্য সচিব মুফতি রেদোয়ান হোসেন আল কাদ্বেরী। মাওলানা জোবায়ের আল মাহমুদ, মাওলানা শফিকুল ইসলাম, ক্বারী আল আমিন আল ক্বাদেরী, ফখরুল ইসলাম নিহামী, খন্দকার আনিসুর রহমান।
ঝিনাইদহের কালীগঞ্জে ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপদেষ্টা মাওলানা আবু তালিব, সভাপতি মুফতি মাহামুদুল হাসান, সম্পাদক হেদায়েত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ আশিকি, পৌর সভাপতি মাওলানা শাহিনুর রহমান।
গোয়ালন্দে গোয়ালন্দ আল-জামিয়া নিজামিয়া-আরাবিয়া কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য দেন গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা মুফতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমেদ, মুফতি আব্দুল লতিফ, হাফেজ আবু সাঈদ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।