Logo
Logo
×

জাতীয়

অস্থিরতার কারণ শ্রমিক অসন্তোষ, নাকি গুজব?

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:২২ পিএম

অস্থিরতার কারণ শ্রমিক অসন্তোষ, নাকি গুজব?

সামগ্রিকভাবে অর্থনীতির অবস্থা ভালো নয়, তার ওপর সম্প্রতি দেশে একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে। 

এর মধ্যে যোগ হয়েছে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ। আগস্টের শেষে শুরু হওয়া এ নৈরাজ্যের সঠিক কারণও বের করতে পারছেন না সংশ্লিষ্টরা। দাবি মানার পরও আন্দোলন-ভাঙচুর না থামায় দানা বাঁধছে নানা সন্দেহ। তবে সঠিক কারণ এখনো অধরা।

সোমবার যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন একজন। গত দুই সপ্তাহে সংঘর্ষে শ্রমিকের মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা।

শ্রমিক নিহত হওয়ায় মঙ্গলবার আশুলিয়া এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেন৷ বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন। সোমবার রাত ৯টা থেকে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করা হয়।

মঙ্গলবার গাজীপুরে পোশাক কারখানার জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়৷ সংঘর্ষে পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজীপুরের কোনাবাড়িতে এসট্রো নিটওয়্যারের জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। এ বহিরাগত জুট ব্যবসায়ীরাই গত মাসের শেষ দিকে পোশাক কারখানা অস্থির করে তুলেছিল বলে অভিযোগ রয়েছে।

শ্রমিক নিহত হলেও মঙ্গলবার আশুলিয়ায় অনেক পোশাক কারখানাই খুলেছে। তবে কিছু কারাখানার শ্রমিকরা এখন সবেতন ছুটিতে আছেন, কিছু কারখানায় লে অফ চলছে।

পোশাক কারখানায় চলমান অস্থিরতা প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি সরোয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘শুরুতে পোশাক কারখানার জুট ব্যবসা নিয়ে বহিরাগতরা পোশাক কারখানায় নানা অস্থিরতায় ইন্ধন দিলেও এখন এর সঙ্গে নানা উপাদান যুক্ত হয়েছে। গুজব ছড়িয়েও পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরি করা হয়েছে।’

তিনি বলেন, ‘সোমবার আশুলিয়ায় গুজবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে একজন পোশাককর্মী সেনা সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। দুপুরে মণ্ডল গ্রুপের পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিয়ে প্রশাসনের লোকজন শ্রমিক ও মালিক পক্ষের লোকজনের সঙ্গে বৈঠক করছিলেন। ওই কারখানা থেকে একটু দূরে ন্যাশনাল ডেনিম নামে আরেকটি কারখানা আছে। সেই কারাখানায় গুজব ছড়িয়ে পড়ে যে ওই (মণ্ডল) কারখানায় একজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরপরই ওই কারখানার শ্রমিক ও ম্যাঙ্গো নামে আরেকটি কারখানার শ্রমিক এক হয়ে মণ্ডল গ্রুপের কারখানার সামনে জড়ো হয়ে সেনাবাহিনীর গাড়ির ওপর আক্রমণাত্মক হয়৷ তারপর সংঘর্ষ হয়। একজন নিহত হয়।’

‘ওই গুজবের ঘটনা না ঘটলে সোমবারের দুঃখজনক ঘটনা ঘটতো না, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল,’ বলেন তিনি।

তার দাবি, ‘এর আগেও নানা ধরনের গুজব ছাড়ানো হয়। এআরবি নামে একটি ফ্যাক্টরিতে আগুন দেওয়ার আগে সেখানে আগে থেকেই মশাল ও পেট্রোল মজুত রাখা হয়েছিল।’

শ্রমিক নেতারা জানান, ‘৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর বিভিন্ন খাতের মতো পোশাক কারখানার শ্রমিকরাও না বৈষম্য অবসানের দাবিতে আন্দোলনে নামেন। এরমধ্যে চারটির মতো দাবি আছে কমন। সেগুলো হলো: টিফিন, হাজিরা বোনাস, নিয়মিত বেতন পরিশোধ ও কিছু কিছু কারখানায় শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার বিষয়টি। এর বাইরে বিভিন্ন পোশাক কারখানায় নিজস্ব সমস্যাও আছে৷ মালিকরা মোট ১৮ দফা দাবি বিভিন্ন পর্যায়ে মেনেও নেন। কিন্তু তারপরও শ্রমিকরা বকেয়া বেতন না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ আছে৷ আর সুযোগসন্ধানীরা সেটাকে ব্যবহার করছে। শুরুতে নারী শ্রমিক বেশি নিয়োগ করা যাবে না- এমন অদ্ভুত দাবিও ছিল।’

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক শামস মাহমুদ বলেন, ‘আসলে পোশাক কর্মীদের দাবি-দাওয়া মেনে নেয়া হলেও আমরা সব কারখানার মালিক তো তাদের বকেয়া বেতন দিতে পারছি না। গত তিন মাস ধরে আমাদের রপ্তানি কমে গেছে৷ ইউরোপীয় ইউনিয়নে পাঁচ ভাগ রপ্তানি কমে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও কমেছে। গত মাসের ১০ তারিখের মধ্যে আমরা তাদের বকেয়া বেতন দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু সবাই দিতে পারিনি। তিন মাসের বেতন বকেয়া আছে। এখন হয়তো বলছি ১০-২০টা কারখানা দিতে পারেনি। এটা মনে হতে পারে সংখ্যায় কম। কিন্তু ওই ১০টি কারখানায় যদি আনরেস্ট হয় তার প্রভাব কিন্তু অন্য কারখানায়ও পড়ে।’

তিনি জানান, ‘আমরা সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চেয়েছিলাম। কিন্তু সেটা সরকার দেওয়ার কথা বললেও বাধ্যতামূলক করা হয়নি। ব্যাংক ইচ্ছে করলে দিতে পারে, না-ও দিতে পারে। আমরা লোনটা পেলে তাদের বকেয়া বেতনটা দিতে পারতাম।’

তার কথা, ‘শুরুতে নানা ইস্যু ছিল। জুট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। অযৌক্তিক দাবি ছিল। যৌক্তিকগুলো অ্যাড্রেস করা হয়েছে। কিন্তু এখন যা হচ্ছে বকেয়া বেতনের দাবিতেই হচ্ছে। আর সেটার সুযোগ নিচ্ছে সুযোগসন্ধানীরা।’

তিনি বলেন, ‘সোমবার যে একজন শ্রমিক নিহত হলেন এটা আমাদের পোশাক খাতের জন্য ভালো হয়নি। এরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

বিজিএমইএ নিহত পোশাক শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। আর সেনাবাহিনীও সহয়তা দেবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে বিজিএমইএ দাবি করেছে।

পোশাক শ্রমিক নেতা ও মালিকরা বলেন, ‘আগে শিল্প পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক অনেক স্ট্রং ছিল। তবে সরকার পতনের পর সেই নেটওয়ার্ক তেমন আর নেই। ফলে তারা আগাম তথ্যও পান না। সেনাসদস্যরা নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা দেখছেন। কিন্তু পুলিশের কাজ তো আর তাদের দিয়ে হচ্ছে না।’

এক তৈরি পোশাক কারখানার মালিক আমিরুল ইসলাম বলেন, ‘আসলে তৈরি পোশাক খাত এখন বড় সংকট পার করছে। তাই সরকারের উচিত সব পক্ষকে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা।’

গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির কথা শোনা গেছে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের কণ্ঠেও। জড়িতদের অনেককেই চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উসকানি দিচ্ছে। একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথম কেউ একজন গুলি ছুঁড়েছিল। এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায়। গুজব ছড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয়। পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়েছে। যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে।’

শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নিহত শ্রমিকের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, ‘যেসব মালিক বেতন দিচ্ছে না, তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। অনেক মালিক পলাতক আছে। তাদের অনেক ঋণ আছে। সমাধানের চেষ্টা হচ্ছে। প্রতিদিনই ঘটনা ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হলে সব পক্ষের সহযোগিতা করতে হবে।’ -ডয়চে ভেলে

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম