আইনজীবীদের মানববন্ধন
দলবাজ বিচারপতিদের পদত্যাগে আলটিমেটাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগকৃত দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবীরা।
সোমবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।
বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, ২০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টে দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগ করতে হবে। অন্যথায় ২০ অক্টোবরের পর দলবাজ বিচারপতিদের বিচারকাজে অংশ নিতে দেওয়া হবে না। ২০ অক্টোবরের মধ্যে দলবাজ বিচারপতিরা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা প্রধান বিচারপতি ও সরকারকে আহবান জানাব তাদের অপসারণ করুন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, রফিকুল ইসলাম তালুকদার রাজা, মো. জয়নাল আবেদীন, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, এম আশরাফুল ইসলাম আশরাফ, জুলফিকার আলী জুনু প্রমুখ।
এর আগে ১০ আগস্ট আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।