Logo
Logo
×

জাতীয়

সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম

সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি

সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ২২ বাংলাদেশি। শুক্রবার দেশটির জোহর রাজ্যের পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের দেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ।

শনিবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে বলেছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হয়।

বাংলাদেশি ছাড়াও একই ক্যাম্প থেকে ভারতের ৩০, ইন্দোনেশিয়ার ২৫, নেপালের ২০ , পাকিস্তানের ১১,  শ্রীলঙ্কার ৮,  থাই ৫ এবং  ফিলিপিনের ৪ নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় ‘কালো তালিকাভুক্ত’।

এর আগে কয়েক ধাপে একই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশিসহ ৪৩৩ জন অভিবাসীকে ফেরত পাঠায় অভিবাসন বিভাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম