Logo
Logo
×

জাতীয়

ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ এএম

ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন কমিটি

ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সভায় মো. আনোয়ার হোসেন আনন্দকে সভাপতি ও মো. মেহেদী হাসান ভুইয়াকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুব ফোরামের সুপার ফাইভ নতুন কমিটি গঠন করা হয়। 

নতুন কমিটিতে কেএম মাহবুব হোসেন সিনিয়র সহ-সভাপতি, ডি এম সাদ্দাম হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. মাহবুব হোসেন (নিজাম) সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এই যুব সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাহ আক্তারুজ্জামান। 

এতে আরও বলা হয়, ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মিঞা মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের সুপার ফাইভ নতুন কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা দাউদকান্দি কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম