Logo
Logo
×

জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুস গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। যে কারণে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। এর আগে ১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান ও ছেলে সাফি মোদ্দাসের খানসহ ১০ জনের দেশত্যাগে দুই মাসের নিষেধাজ্ঞা দেন আদালত।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম