Logo
Logo
×

জাতীয়

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলা: রিমান্ড শেষে কারাগারে মেনন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলা: রিমান্ড শেষে কারাগারে মেনন

মির্জা আব্বাস ও রাশেদ খান মেনন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. ছানাউল্লাহ কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। 

দুপুরে মেননকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রমনা থানাধীন সেগুনবাগিচায় মির্জা আব্বাসের নেতৃত্বে নির্বাচনি প্রচারের সময় ঘটনাস্থলে পৌঁছালে আসামি মেননের নির্দেশনায় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা মির্জা আব্বাসসহ তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের হত্যাচেষ্টা করেন। 

এ ঘটনায় বিএনপি নেতা ইমাম হোসেন ইমন বাদী হয়ে গত ২৮ আগস্ট শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে ভারত পলায়নের পর ২২ আগস্ট রাশেদ খান মেনন গ্রেফতার হন। পরদিন ২৩ আগস্ট তাকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে দেওয়া হয়। এরপর আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে দেওয়া হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম