Logo
Logo
×

জাতীয়

বায়তুল মোকাররমে ভাংচুরের ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ এএম

বায়তুল মোকাররমে ভাংচুরের ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

বায়তুল মোকাররমে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ব্যবস্থা নিবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

এক ক্ষুদে বার্তায় জানানো হয়- জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও  ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।

উল্লেখ্য, জুমার নামাজের ইমামতি করাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের হাতাহাতি, জুতা নিক্ষেপ, জানালার কাচ ভাঙচুরসহ নানা তা-বে মসজিদের ভেতর রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার পর পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ছুটে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম