Logo
Logo
×

জাতীয়

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়

ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। বুধবার বিকালে তিনি দুদিনের সফরে আসেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংস্থাটি জানায়, সফরকালে রেইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। তারপর থেকে, বিশ্বব্যাংক বাংলাদেশে প্রায় ৪৪ বিলিয়ন ডলার প্রতিশ্র“তিবদ্ধ হয়েছি।

অধিকাংশ অনুদান বা ঋণ ছাড়ও  হয়েছে। বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্র“পের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে বৃহত্তম চলমান কর্মসূচি রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম