রিহ্যাবে রাসুল (সা.) এর ব্যবসায়িক নীতি শীর্ষক সভা অনুষ্ঠিত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
রিহ্যাবের উদ্যোগে রাসুল (সা.) ব্যবসায়িক নীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে রিহ্যাবের উদ্যোগে রাসুল (সা.) এর ব্যবসায়িক নীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ রবিউল আউয়াল (১৬ সেপ্টেম্বর) রিহ্যাব সচিবালয়ে এই বিকালে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবসায়িক নীতি সম্পর্কিত বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন রিহ্যাব পরিচালক ড. মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠান পরিচালনা করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এম এ আউয়াল (সাবেক এমপি), ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কর্মময় ব্যবসায়িক নীতি যদি আমরা পরিপালন করি, তাহলে আমাদের ব্যবসায়িক জীবন সুখময় এবং বরকতময় হবে।
প্রধান আলোচক রিহ্যাব পরিচালক ড. মো. হারুন অর রশিদ হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবসায়িক নীতির নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) ব্যবসা করে এই অঙ্গনে তিনি অনেক আদর্শ রেখে গেছেন। যদি ঈমানদারি, আমানত ও সততার সঙ্গে ব্যবসা করা যায়, তাহলে ব্যাবসায়িক কর্মকাণ্ড নেক আমলে পরিণত হয়। কোরআন ও হাদিসে ব্যবসার প্রতি সর্বাধিত গুরুত্ব দেওয়া হয়েছে। তাতে বোঝা যায়, ব্যবসা অন্য যেকোনো পেশার চেয়ে শ্রেষ্ঠ পেশা। তবে ব্যবসায় মগ্ন হয়ে কিছুতেই আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না।
ড. মো: হারুন অর রশিদ বলেন , নবী করিম (সা.) যৌবনে পদার্পণ করে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যান। চাচার সঙ্গীরূপে ইয়েমেন ও শামে বাণিজ্য সফরেও আসা-যাওয়া করতেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। রাসুল (স:) এর ব্যবসায়িক নীতি অনুসরণ করে আমাদের সততার সাথে ব্যবসা করার পরামর্শ দেন তিনি।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রিহ্যাব পরিচালক প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্ , পরিচালক ডাঃ এন. জোহা, সুরুজ সরদার, লায়ন দেওয়ান নাসিরুল হক, এ.এফ.এম.উবায়দুল্লাহ, সেলিম রাজা পিন্টু, মোহাম্মদ মোরশেদুল হাসান, মোঃ আইয়ুব আলী, শেখ কামালসহ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।