Logo
Logo
×

জাতীয়

ছাত্র আন্দোলনে দুহাতে ২ পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী রুবেল গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ এএম

ছাত্র আন্দোলনে দুহাতে ২ পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী রুবেল গ্রেফতার

গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুহাতে ২টি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুবেলের বাসা রাজশাহীর লক্ষীপুরের চন্ডিপুর এলাকায়। তিনি রাজশাহী মহানগর যুবলীগের নেতা। ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করেন তিনি। 

৫ আগস্ট রুবেল ২ হাতে ২টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করেন। রুবেল ও তার সন্ত্রাসীদের হামলায় সেদিন ৮ জন ছাত্র শহিদ হন বলে জানা গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম