Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, সতর্কতা বহাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, সতর্কতা বহাল

বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা নির্দেশনায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। সবশেষ জুলাই মাসের আন্দোলন এবং পরবর্তীতে আগস্টে সরকার পতনের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। 

এই সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল। এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা তুলে ফেলা হলেও ভ্রমণ সতর্কতা বহাল থাকছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল, এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে। অর্থ্যাৎ এখন বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে যেকোন মার্কিন নাগরিক তা করতে পারেন।  

তবে বিজ্ঞপ্তিতে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়া যে কোন ধরণের সমাবেশ বা জনসমাগম স্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, ৪ সেপ্টেম্বর সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ এবং তা এখনও লাল তালিকায় রয়েছে। ৮ দিনের মাথায় এবার লাল তালিকায় নেই বাংলাদেশের নাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম