Logo
Logo
×

জাতীয়

‘ডিফেন্ডার, মিডফিল্ডার ও স্ট্রাইকার’ হিসেবে খেলবেন লুৎফে সিদ্দিকী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

‘ডিফেন্ডার, মিডফিল্ডার ও স্ট্রাইকার’ হিসেবে খেলবেন লুৎফে সিদ্দিকী

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ঢাকায় পা রেখেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। গত ৪ সেপ্টেম্বর বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা-সিএফএ ইনস্টিটিউটের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লুৎফে সিদ্দিকীকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ পাওয়া লুৎফে সিদ্দিকী নতুন দায়িত্ব গ্রহণ করে উচ্ছ্বসিত। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, ‘আমি এখানে আসতে পেরে রোমাঞ্চিত এবং প্রধান উপদেষ্টা আমাকে নিজে কার্যপরিধি সম্পর্কে ব্রিফ দিয়েছেন’।

নতুন দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছাবার্তায় সিক্ত হয়েছেন লুৎফে সিদ্দিকী। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত যোগ করেন, ‘সর্বস্তরের মানুষ যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ’।

রোহিঙ্গা ও সংস্কার ইস্যুতে ভ্যাটিকানের সহায়তা চাইলেন ড. ইউনূস

‘অভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহিত করা, বিদেশী বিনিয়োগকারীদের সাথে সর্বোচ্চ স্তরে সম্পর্ক রক্ষা করা, আর সেই অনুযায়ী আমাদের অর্থনৈতিক সংস্কারের এজেন্ডা ঠিক করতে আমাকে অনেকের সঙ্গে কথা বলতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আমার আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে সহায়তা করতে পারি কিনা, সেটা নিয়ে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করব’-যোগ করেন লুৎফে সিদ্দিকী। 

প্রধান উপদেষ্টা তাকে কাজের স্বাধীনতা দিয়েছেন জানিয়ে বিশেষ দূত আরও বলেন, ‘আন্তর্জাতিক ইস্যুতে দলের প্রয়োজন অনুযায়ী মিডফিল্ডার, স্ট্রাইকার অথবা ডিফেন্ডার হিসেবে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম