তোপের মুখে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম
বিএনপি সমর্থিত আইনজীবীদের তোপের মুখে পদত্যাগ করেছেন সদ্য নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী ।
বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সুজিত চ্যাটার্জি বাপ্পী বিগত আওয়ামী লীগ সমর্থিত সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন। গত ২৮ আগস্ট নতুন করে নিয়োগ পেয়েছিলেন তিনি।
তবে সুজিত চ্যাটার্জি বাপ্পীসহ প্রায় ১৫ জন আইনজীবী বিগত সরকারের সমর্থক ছিলেন দাবিতে সেসব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আপত্তি ও প্রতিবাদ জানান বিএনপি সমর্থিত আইনজীবীরা। পাশাপাশি বৈষম্যবিরোধী আইনজীবীরাও তাদের পদত্যাগের দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট আগের নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ওই নিয়োগে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন সুজিত চ্যাটার্জি বাপ্পী।