Logo
Logo
×

জাতীয়

অবশেষে নিবন্ধন পেল নাগরিক ঐক্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পিএম

অবশেষে নিবন্ধন পেল নাগরিক ঐক্য

৫২তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনভুক্ত হয়েছে নাগরিক ঐক্য। সোমবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।

এর আগে এদিন দুপুরে গণঅধিকার পরিষদকে (জিওপি) নিবন্ধন দেয় ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য এ দুটি দলসহ বেশকিছু দল ইসিতে আবেদন করেছিল। কিন্তু তখন এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্যের মতো দলগুলোকে নিবন্ধন না দিয়ে নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেয় ইসি। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে ২ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন।

ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এ দলের জন্য ‘কেটলি’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫২।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম