Logo
Logo
×

জাতীয়

নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে জামায়াতের আবেদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পিএম

নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে জামায়াতের আবেদন

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল পুনর্বহাল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রয়োজনীয় আদেশ চেয়ে চেম্বার আদালতে এই আবেদন করেন। 

আজ বেলা ১১টার দিকে একত ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।  

তিনি গণমাধ্যমকে বলেন, আজ বিকেলে চেম্বার বিচারপতি আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠাতে পারেন। আপিল বিভাগ আপিল পুনর্বহাল করলে আপিলের মেরিটের ভিত্তিতে পূর্ণাঙ্গ শুনানি হবে। এই আদালত শুনানির পর আপিলের অনুমতি দিলে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পাবে এবং নির্বাচনে অংশ নেবে।

আপিল বিভাগ এর আগে পূর্ণাঙ্গ শুনানি ছাড়াই হাইকোর্টের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল খারিজ করে দিয়েছেন জানিয়ে শিশির মনির জানান, অক্টোবরে আদালত খোলার পর আপিলের পূর্ণাঙ্গ শুনানি হতে পারে।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগই ৬ সেপ্টেম্বর থেকে বার্ষিক ছুটিতে যাবে এবং ২০ অক্টোবর পুনরায় খুলবে।

গত বছরের ১৯ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ জামায়াতে ইসলামীর আপিল ডিফল্ট বলে খারিজ করে দেন।

২০১৩ সালের ১ আগস্ট নিবন্ধন নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম