Logo
Logo
×

জাতীয়

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ডিবি কার্যালয়ে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ডিবি কার্যালয়ে

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে। তাকে রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

বৃহস্পতিবার ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক মন্ত্রী টিপু মুনশি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তাকে বাড্ডা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজই আদালতে তোলা হবে।

এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী টিপু মুনশিকে বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে (মামলা নম্বর-৪)। তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

এর আগে মঙ্গলবার রাতে টিপু মুনশিকে গুলশান-১ থেকে আটকের পর গুলশান থানায় সোপর্দ করে র্যাব। পরে গুলশান থানা পুলিশ নিরাপত্তাজনতি কারণে তাকে রাতে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে হস্তান্তর করে।

র্যাব বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গত ২২ আগস্ট টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ আগস্ট রংপুরে অটোরিকশাচালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি টিপু মুনশি।

তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন। পরে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

নবম জাতীয় সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 

৭ জানুয়ারি ২০১৯ সাল থেকে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম