Logo
Logo
×

জাতীয়

‘আদালতে নেওয়ার সময় কাউকে আক্রমণ করা উচিৎ নয়’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৪:৪০ পিএম

‘আদালতে নেওয়ার সময় কাউকে আক্রমণ করা উচিৎ নয়’

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আদালত চত্বরে যে হামলা হচ্ছে, এটা কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আসামিকে আদালতে তোলার সময় আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য না। কিন্তু আপনারা প্রেক্ষাপটটা বুঝবেন।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, মন্ত্রিসভার সঙ্গে থাকা লোকগুলোকে জনগণের শত্রূতে রূপান্তর করার দায়ভার সাবেক সরকারের। তারা এমন একটি পর্যায়ে নিয়ে গেছে, জনরোষে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আদালত চত্বরে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে। যারা ১৫ বছরে চাকরি হারিয়েছে, জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেড়িয়েছে, জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে, গুম-হত্যার শিকার পরিবার আছে…এখন মানুষের এত ক্ষোভ, এত ক্রোধ, তার কিছু বহিঃপ্রকাশ ঘটে…তবে এই বহিঃপ্রকাশকে সমর্থন করছি না, প্রশ্নই আসে না।

তিনি বলেন, যথেষ্ট বাধা দিলে তখন অন্যদিকে মোড় নিবে। কারণ পুলিশ খুব ডিমোরালাইজড অবস্থায় আছে। এটাও সাবেক সরকারের অবদান। কারণ তারা পুলিশকে এমন একটা গণশত্রু বাহিনীতে পরিণত করেছিলো যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না। মানুষ তাদেরকে বলে, তোরা তো ওনার পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম