Logo
Logo
×

জাতীয়

ঢাকা মহানগর পিপি'র  নিয়োগ বাতিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১০:০৯ এএম

ঢাকা মহানগর পিপি'র  নিয়োগ বাতিল

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দল্লাহ আবুর নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নতুন পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এহসানুল হক সমাজীকে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এহসানুল হক সমাজীকে নিয়োগের বিষয়টি জানানো হয়।

অ্যাডভোকেট সমাজী এর আগেও ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তিনি বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম