Logo
Logo
×

জাতীয়

ফারাক্কার সব গেট খুললেও এক সপ্তাহের মধ্যে বন্যার সম্ভাবনা নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৫:০৮ পিএম

ফারাক্কার সব গেট খুললেও এক সপ্তাহের মধ্যে বন্যার সম্ভাবনা নেই

ফাইল ছবি

ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের পদ্মা তীরবর্তী এলাকায় বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

এফএফডব্লিউসি কর্মকর্তা জানান, তারা গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের পদ্মা নদীর চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে মাত্র সাত সেন্টিমিটার পানি বেড়েছে। পানি এখনো বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসি নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, গত ২৪ ঘণ্টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়েনি। তাই বলতে পারি, বাংলাদেশের পদ্মা তীরবর্তী এলাকায় আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই।

ভারতের কাছ থেকে বাংলাদেশ যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে তিনি বলেন, ফারাক্কা ব্যারেজের উজানে ও নিচের দিকে পানির স্তর স্থিতিশীল রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম