Logo
Logo
×

জাতীয়

শাবানসহ ভারতে কর্মরত দুই কূটনীতিক বরখাস্ত 

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০১:০০ পিএম

শাবানসহ ভারতে কর্মরত দুই কূটনীতিক বরখাস্ত 

দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশন থেকে দুই কূটনীতিককে বরখাস্ত করেছে ঢাকা। 

দিল্লিতে ফার্স্ট সেক্রেটারির (প্রেস) দায়িত্বে থাকা সাংবাদিক শাবান মাহমুদ ও কলকাতায় রঞ্জন সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় ফিরে আসতে বলা হয়েছে।

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম ভারত থেকে দুই কূটনীতিককে সরিয়ে দেওয়া হলো। 

শাবান ও রঞ্জন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ছিলেন না। তারা ছিলেন চুক্তিভিত্তিক কর্মী। তাদের চুক্তি বাতিল করা হয়েছে। 

শাবান মাহমুদ দিল্লিতে ফার্স্ট সেক্রেটারির (প্রেস) দায়িত্বে ছিলেন। আর রঞ্জন সেনও কলকাতায় ডেপুটি হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) ছিলেন। তিনি জানিয়েছেন, সরকারের নির্দেশের পর তিনি দায়িত্বভার ছেড়ে দিয়েছেন। 

রঞ্জন সেনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।

ছাত্র আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। ভারত জানিয়েছে, শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিজেই ঠিক করবেন। বহু দেশে তার আশ্রয় নেওয়ার কথা হলেও, সে বিষয়েও সাম্প্রতিক তথ্য আসেনি প্রকাশ্যে। শেখ হাসিনাকে ঘিরে রহস্যের মধ্যেই ঘটে গেছে দুই কূটনীতিক বরখাস্ত্রের ঘটনা। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম