Logo
Logo
×

জাতীয়

ইউপি সচিবদের তিন দফা দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম

ইউপি সচিবদের তিন দফা দাবি

অবিলম্বে তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা। বৈষম্যবিরোধী সমন্বয় কমিটির ব্যনারে শনিবার বিকালে রাজধানীর তোপখানা রোডে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়- পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদের সচিব পদের পদবি নির্বাহী কর্মকর্তা করতে হবে। ইউনিয়ন পরিষদের সচিবের বর্তমান পদবি প্রশাসনিক কর্মকর্তা। 

এটি চরম বৈষম্যমূলক। নির্বাহী কর্মকর্তা পদবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন স্কেল ৯ম গ্রেড প্রদানের দাবিও জানিয়েছেন ইউপি সচিবরা। তাদের আরও দাবি, চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ ডেপুটেশনে সরকারি কর্মকর্তা হিসেবে ইউনিয়ন পরিষদে পদায়ন করতে হবে। 

সংবাদ সম্মেলনে হুমকি দিয়ে বলা হয়, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করলে বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তা সমিতি অবিলম্বে সময়োপযোগী কর্মসূচি নিয়ে রাজপথে নামবে। 

লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাহাবুব আলম মোল্লা। সদস্য সচিব আবদুল্লাহ আল মমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির মীর বারেক (ঢাকা), হাসানুর জামান (দিনাজপুর), চন্দন কুমার দাস (কুমিল্লা) এবং দাবি বাস্তবায়ন কমিটির বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম