Logo
Logo
×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে গণমাধ্যম নিয়ে অপপ্রচার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে গণমাধ্যম নিয়ে অপপ্রচার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনো একটি স্বার্থান্বেষী মহল দেশের মূল ধারার গণমাধ্যমগুলোসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়কে জানানো হয়েছে।

রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

অপপ্রচারে বলা হচ্ছে, গণমাধ্যমগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে নাই বা সহযোগিতা করে নাই, তাই জনগণ যেন তাদের সহযোগিতা না করে। যারা এই গণমাধ্যমগুলোকে সহযোগিতা করবে তাদের অপমান-অপদস্থ এবং চাকরিচ্যুত করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ ধরনের অপপ্রচারমূলক চিঠি বা তালিকাকে ভুয়া বলে জানিয়েছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম