Logo
Logo
×

জাতীয়

পিডিবি ও বিইআরসিতে নতুন চেয়ারম্যান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০২:৪৩ পিএম

পিডিবি ও বিইআরসিতে নতুন চেয়ারম্যান

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদলের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (বিতরণ) মো. রেজাউল করিমকে পিডিবির চেয়ারম্যান পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মাহবুবুর রহমান আগে এ পদে ছিলেন।তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

অপরদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিইআরসিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ।

আগের চেয়ারম্যান মো. নূরুল আমিন কমিশনের অন্যান্য কর্মকর্তাদের আন্দোলনের মুখে একদিন আগে পদত্যাগ করেছেন।

বিইআরসির নতুন চেয়ারম্যান জালাল আহমেদ ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম