Logo
Logo
×

জাতীয়

আ.লীগের মন্ত্রী-এমপিদের জন্য আইনজীবী পাওয়া না গেলে কী হবে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০২:০৮ পিএম

আ.লীগের মন্ত্রী-এমপিদের জন্য আইনজীবী পাওয়া না গেলে কী হবে?

সালমান এফ রহমান-আনিসুল হক-জুনায়েদ আহমেদ পলক-দীপু মনি। ফাইল ছবি

বিনাভোটে সরকার ক্ষমতায় থেকে দেশে হত্যা, নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে আওয়ামী লীগ। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 

শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর বিপদে পড়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যাকে যেখানেই পাওয়া যাচ্ছে, গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। 

ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু তাদের আদালতে তোলার পর মামলা পরিচালনার জন্য আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি।

একাধিক আইনজীবী নাম প্রকাশ না করার অনুরোধ করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিক্ষুব্ধ পরিস্থিতিতে সেদিন আদালতে তাদের পক্ষে কারও দাঁড়ানোর মতো অবস্থা ছিল না।

আদালতে উপস্থিত ছিলেন না রাষ্ট্রপক্ষ বা আওয়ামী লীগপন্থি কোনো আইনজীবীও।

গত ১৯ আগস্ট এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে আটক করে পুলিশ। তাকে আদালতে তোলার পর তার পক্ষে একজন আইনজীবী কথা বলার চেষ্টা করলেও অন্য আইনজীবীদের তোপের মুখে তিনি কথা বলতে পারেননি।

এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেছেন, যদি কেউ আইনজীবী নিয়োগে বাধা দেন তা বেআইনি। 

তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী না পাওয়া গেলে সরকারের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়ার বিধান রয়েছে। সে ক্ষেত্রে হত্যা মামলার আসামিদের হয়ে লড়বেন রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী।

অ্যাটর্নি জেনারেল আরও বলেছেন, আইনজীবী নিয়োগ দেওয়ার স্টেজ এখনো আসেনি। চার্জশিট দেওয়ার পর ট্রায়াল শুরু হলে সরকার যদি মনে করে কোনো মামলায় মৃত্যুদণ্ডের সাজা আছে, তাহলে স্টেট ডিফেন্স (রাষ্ট্রপক্ষের আইনজীবী) দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম