Logo
Logo
×

জাতীয়

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ উচ্চপদস্থ কর্মকর্তা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৮:৩৯ পিএম

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ উচ্চপদস্থ কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের তিন উর্ধ্বতন কর্মকর্তাকে। তারা হলেন পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগের সাবেক প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান ও পুলিশ সদর দপ্তরের উপ পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম) জয়দেব কুমার ভদ্র। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মাদ আবদুল মোমেনের স্বাক্ষরিত তিনটি প্রজ্ঞাপনে তিনজনকে অবসরে পাঠানো হয়।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৩টি থানায় পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

নতুন ওসিরা হলেন- মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানায়, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন থানায়, মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায়, মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানায়, মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায়, ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম