Logo
Logo
×

জাতীয়

বন্যা নিয়ে অসংবেদনশীল সংবাদ প্রকাশ, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৫:২৪ এএম

বন্যা নিয়ে অসংবেদনশীল সংবাদ প্রকাশ, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে অসংবেদনশীল সংবাদ প্রকাশ করায় ভারতীয় সংবাদমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে। সেখানে লেখা রয়েছে ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

ওয়েবসাইটে আরও লেখা দেখাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব।

উল্লেখ্য, বুধবার (২১ আগস্ট) জি ২৪ ঘণ্টা নামের একটি ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আপত্তিকর শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে শিরোনামে লেখা ছিল, ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি...।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিরোনাম ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের নেটিজেনরা। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও অসত্য সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ভারতের এক শ্রেণির সংবাদমাধ্যমের বিরুদ্ধে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম