Logo
Logo
×

জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. রোবেদ আমিন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. রোবেদ আমিন

ছবি সংগৃহীত

দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরেও পরিবর্তন আসল। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অধিদপ্তরের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  

তিনি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের স্থলাভিষিক্ত হবেন। এর আগে আরেক প্রজ্ঞাপনে খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।

রোববার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।  রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম