Logo
Logo
×

জাতীয়

পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০২:০৩ এএম

পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ

ফাইল ছবি

অবসরে যাওয়া পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সচিব হিসাবে নিয়োগ পাওয়া পাঁচজনই বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। 

এছাড়া জননিরাপত্তা বিভাগের সচিবকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনসচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আরেক আদেশে, বাংলা একাডেমি, বাংলাদেশ সংবাদ সংস্থা, শিল্পকলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং ভারতের কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়। 

জারি করা আদেশে সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

পৃথক আদেশে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অপর এক আদেশে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক মো. মোস্তাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 

অন্য এক আদেশে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. ওয়াহেদুল ইসলাম খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে পদায়ন করা হয়েছে। 

পৃথক আদেশে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) ড. হারুন-উর-রশিদ আসকারী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমির ডিজি লিয়াকত আলী লাকী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং কলকাতা বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব রঞ্জন সেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 

ভিন্ন এক আদেশে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। পৃথক আদেশে বাংলাদেশ হাইকমিশন অটোয়ায় কাউন্সিলর হিসাবে কর্মরত অর্পণা রাণী পাল ও মোবাশ্বিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ভিন্ন এক আদেশে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে দ্বিতীয় সচিব হিসাবে চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত আসিব উদ্দিন আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 

অপর এক আদেশে মাহবুব মোর্শেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া শেখ শফিকুল ইসলামকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রটোকল অফিসার-২ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম