যাত্রাবাড়ীতে গণপিটুনিতে নিহতের পরিচয় মিলেছে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১০:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি রাহাত হাসান বিপু (৫০)। তার বাড়ি মুন্সীগঞ্জে। যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল রোজভিউতে ব্যবস্থাপক হিসাবে চাকরি করতেন তিনি। শুক্রবার ঢামেক হাসপাতাল মর্গে এসে নিহতের স্ত্রী রুবিনা আক্তার লাশ শনাক্ত করেন।
তিনি জানান, বিপু চার মাস ধরে ওই হোটেলে চাকরি করতেন। ১৪ আগস্ট কোনো খোঁজ না পেয়ে পরদিন স্বজনরা যাত্রাবাড়ী থানায় যান। পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার এসে তারা লাশ শনাক্ত করেন।
বিপুসহ তিনজন গণপিটুনিতে নিহত হন। অপর দুজন হলেন-মাদ্রাসার শিক্ষার্থী সাইদুল ইসলাম ইয়াছিন (১৯), সাইফ আরাফাত শরিফ (২০)।
১৪ আগস্ট তিনজনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে তাদের মৃত্যুর বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি। তাদের হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা বলেন, যাত্রাবাড়ীর একটি হোটেলে তাদের গণপিটুনি দেওয়া হয়। সেখানে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ আনা হয়। আবার কেউ কেউ বলছেন, কোনো দ্বন্দ্বের বলি হয়েছেন তিনজন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, তিনজনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।