Logo
Logo
×

জাতীয়

নৃশংসতার তদন্তে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:৪৩ পিএম

নৃশংসতার তদন্তে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল

গত জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশ উত্তাল ছিল শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে। সেই আন্দোলন থামাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ ও যুবলীগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হত্যা, নৈরাজ্য চালায়। 

শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে হওয়া নৃশংসতার তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে এ পদক্ষেপের ঘোষণা দেন বলে জানানো হয়েছে।

জাতিসংঘের কর্মকর্তার বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, প্রথমবারের মতো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেশের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে যাচ্ছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এমন কোনো নজির নেই।

অন্যদিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আজ পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন। এরপর তিনি সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে তাদের টেকনিক্যাল টিম বাংলাদেশে আসবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম